তথ্যপ্রযুক্তি ডেস্ক:
এবার চকলেট খেলে বিনামূল্যে পাওয়া যাবে মোবাইল ডাটা। ক্যাডবেরি ‘ডেইরি মিল্ক’ চকলেটের সঙ্গে এক জিবি ডাটা বিনামূল্যে দিচ্ছে ভারতীয় একটি মোবাইল সিম কোম্পানি।
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি ‘জিও’ সম্প্রতি এই অফারটি চালু করেছে।
চকলেটের সর্বনিম্ন পাঁচ রুপি (৫ টাকা ৮২ পয়সা) প্যাকেও এই অফার পাওয়া যাবে। এ ছাড়া কোম্পানির যেকোনো গ্রাহককে নিজের ডাটা ট্রান্সফার করার ফিচার নিয়ে এসেছে কোম্পানি। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফার চালু থাকবে।
ওই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে ‘ডেইরি মিল্ক’ চকলেটের ফাঁকা কাগজে বার কোড স্ক্যান করে এই ডাটা পাওয়া যাবে। পাঁচ থেকে ১০০ রুপি পর্যন্ত নির্দিষ্ট কোম্পানির চকলেটের সঙ্গেই এই অফারটি পাওয়া যাবে।
এদিকে গ্রাহকরা নিজের অ্যাকাউন্টে অথবা একই কোম্পানির সিম ব্যবহারকারী অন্য গ্রাহকের অ্যাকাউন্টে এই ডাটা পাঠিয়ে দিতে পারবে।