১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১২
বলিউড সুপারস্টার আমির খান

দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ‘বাবা’কে স্মরণ আমিরের!

বিনোদন ডেস্ক:
বলিউড সুপারস্টার আমির খানের পরবর্তী ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’ মুক্তি পাচ্ছে আর দুই মাস পরই। ছবি মুক্তি পাওয়ার আগে প্রায়ই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তিনি। এর ধারাবাহিকতায় আবারও দুশ্চিন্তায় আমির। সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ‘বাবা’কে স্মরণ করছেন তিনি।
তবে ঠিক কোন ‘বাবা’ বিষয়টি পরে স্পষ্ট করেন আমির। ‘থ্রি ইডিয়টস’ সেই পরিচিত ‘রাঞ্চোর দাস শামালদাস চাঞ্চার’ কথা মনে আছে? সামান্য ঝামেলা দেখলেই যিনি বুকে হাত দিয়ে বলতেন ‘অল ইজ ওয়েল’। সেই অজ্ঞাত বাবাকেই মনে করেন এই তারকা।

আমির বলেন, ‘ছবি মুক্তি পেতে আর মাত্র দুই মাস বাকি। স্বভাবতই আমি নার্ভাস। ‘থ্রি ইডিয়টস’ করার পর থেকে আমি একটা উপায় খুঁজে পেয়েছি যা আমাকে একটু হলেও সান্ত্বনা দেয়।’এ সময় নিজের বুকে হাত দিয়ে বলেন, ‘অল ইজ ওয়েল।’ ব্যস, সমালোচকদের সামান্য জায়গা দিলেন না তাকে বিতর্কে টানার।

অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। ‘থাগস অফ হিন্দুস্তান’ নামে ওই ছবিতে তাদের সঙ্গে ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখকেও দেখা যাবে। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটি আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে।
প্রতিবারই ছবি মুক্তির আগে থেকেই পাগলের মতো অবস্থা হয়ে যায় এই অভিনেতার। এমনটাই মন্তব্য করে বলেছিলেন ২০১৬ সালে আমিরের অভিনীত ‘দঙ্গল’ ছবিটি মুক্তির আগে।

তিনি বলেন, ‘দঙ্গল’ মুক্তির আগে দুশ্চিন্তার জন্য তিনি ধূমপান শুরু করেছিলেন। তিনি আরও বলেন, ‘আমি সত্যিই অত্যন্ত নার্ভাস। সত্যিই আমি যশ রাজের স্টোর রুমে লুকিয়ে ছিলাম যাতে কেউ আমাকে খুঁজে না পায়। আমি একভাবে মঙ্গলের কথা ভাবছিলাম যার জন্য প্রায় পাগলের মতো অবস্থা হয়েছিল আমার। নম্বর, পুরস্কার এই সবে আমার কোনোদিনই কিছু আসে যায় না। দর্শকের আমার ছবি পছন্দ হলে সেটাই আমার কাছে পুরস্কার প্রাপ্তির সমান।’
‘দঙ্গল’ ছবিটি ভারত ও চীনের বক্স অফিসে অভূতপূর্ব সাফল্যের পর আমির খান একথা জানান।

গত বছর সিক্রেট সুপারস্টার মুক্তি পাওয়ার আগে আমির টুইট করে জানান, ‘আর মাত্র একদিন বাকি। আগামীকাল সারা দেশে ও (তুর্কিতে ২০ তারিখে) ছবিটা মুক্তি পাবে। আশা করি, আপনাদের ভালো লাগবে। গত এক সপ্তাহ ঘুমাতে পারিনি। ফিঙ্গার্স ক্রসড। আপনাদের রিয়াকশনের অপেক্ষা করছি।’

বলিউডে তাকে সবাই ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলে অভিহিত করেন। সে প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার দিন গুলো একেবারেই পার্ফেক্ট নয়। আমি একজন অত্যন্ত অগোছালো মানুষ। আমি নিজের মধ্যেই হারিয়ে যাই। আমি এক ঘণ্টার জন্য কোনো মিটিং-এ গেলে সেটা সাধারণত দুই ঘণ্টা চলে। তারপর আমার মনে পড়ে আমার তো নয় কিছুও করার ছিল। আমার দিনগুলো অত্যন্ত সুদীর্ঘ। আমি নিজের কাজেই হারিয়ে যাই। আর আমার চিন্তা করতে অনেকটা সময় লাগে। সাধারণত আমার দিন গুলো বড্ড এলোমেলো। আমি একেবারেই পার্ফেক্ট নই।’

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ