১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে জতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোড থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে খালেদা জিয়ার মুক্তির দাবি ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় সাজার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ