আন্তর্জাতিক ডেস্ক:
নির্বাচনী দৌঁড়ে এগিয়ে থাকা ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জায়ির বোলসোনারোর বৃহস্পতিবার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। গ্রামাঞ্চলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি ছুরি হামলার শিকার হওয়ার পর তার অস্ত্রোপচার করা হলো। খবর এএফপি’র।
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় জুইজ ডি ফোরা নগরীতে সান্তা কাসা হাসপাতাল সূত্র জানায়, ৬৩ বছর বয়সী এ আইনপ্রনেতা তলপেটে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
অস্ত্রোপচারের পর এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন, এ আইনপ্রণেতার শরীরে তিনবার ছুরি দিয়ে আঘাত করায় তার প্রচুর রক্তপাত হয়। তার অস্ত্রোপচার ভালভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এর আগে এ প্রার্থীর ছেলে ফ্লাবিও বোলসোনারো টুইটারে এক বার্তায় তার বাবার ‘সামান্য’ আহত হওয়ার কথা জানান। তবে পরে তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে তার বাবা মারাত্মক আহত হয়েছে। আমরা এটা নিয়ে চিন্তিত।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

