২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩২

হঠাৎ এশিয়া কাপের দলে মুমিনুল!

ক্রীড়া ডেস্ক:
বারবার নিজের যোগ্যতা প্রমাণ করেও ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাচ্ছিলেন না টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। এসব নিয়ে প্রচুর কথা, প্রচুর লেখালেখি হয়েছে। আসন্ন এশিয়া কাপের দলেও সুযোগ হয়নি তার। কিন্তু ভাগ্যই তাকে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এশিয়া কাপের দলে অবশেষে সুযোগ পেয়েছেন মুমিনুল। তবে নাজমুল হাসান শান্তর বদলি হিসেবে।

‘নাগিন’ নাচের জন্য বিখ্যাত হয়ে যাওয়া স্পিনার শান্ত গতকাল বুধবার বিকালে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে ডান হাতে চোট পেয়েছিলেন। ফিজিও পরীক্ষা করে দেখার পর তার এশিয়া কাপে খেলা নিয়ে অনিশ্চয়তার শুরু হয়। সেই মুহূর্তেই তার বিকল্প হিসেবে নির্বাচকেরা বিসিবি সভাপতির কাছে মুমিনুল হকের নামটি অনুমোদন করিয়ে রেখেছিলেন। অবশেষে সুযোগ হয়েই গেল মুমিনুলের। এবার আন্তর্জাতিক অঙ্গণে নিজেকে প্রমাণ করার সময়।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় মুমিনুলের দলে অন্তর্ভূক্তির খবর জানিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘শান্তর চোট নিয়ে চূড়ান্ত প্রতিবেদন এখনো পাইনি। তবে মুমিনুলের অন্তর্ভুক্তির বিষয়ে আমরা বিসিবি সভাপতির অনুমোদন নিয়ে রেখেছি।’

২০১৫ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছেন মুমিনুল। কিছুদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে গিয়ে দুর্দান্ত পারফর্মেন্স দেখান। ৫ ম্যাচে ৭৪.২৫ গড়ে ১০০ স্ট্রাইক রেটে করেন ২৯৭ রান।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৮ ৪:৪০ অপরাহ্ণ