১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬

ছেলের বাবা হলেন শহিদ কাপুর

বিনোদন ডেস্ক:
এবার পুত্রসন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। গতকাল বুধবার রাতে তাঁর স্ত্রী মীরা রাজপুত একটি পুত্রসন্তানের জন্ম দেন। এটি শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতির দ্বিতীয় সন্তান। মিশা নামে তাঁদের দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

শহিদ কাপুররের পরিবারের সাথে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, মীরাকে মুম্বাই শহরতলির হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি একটি পুত্রসন্তান প্রসব করেন।

খুব শিগগিরই ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে দেখা যাবে শহিদকে। ছবিটি আগামী ২১‌ সেপ্টেম্বর মুক্তি পাবে।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৮ ৪:৩২ অপরাহ্ণ