১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৫
টালিউড অভিনেত্রী পায়েল চক্রবর্তী

টালিউড অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা!

বিনোদন ডেস্ক:
হোটেলে মিলল জনপ্রিয় টালিউড অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত দেহ।
আজ (বৃহস্পতিবার) ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক হোটেল রুম থেকে এই অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর: জি নিউজ

পায়েলের এই অপমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারসহ টালিউডপাড়ায়। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে জল্পনা চলছে ঘটনা জানাজানি হবার পর থেকেই। জানা গেছে, অভিনেত্রী পায়েল বাড়ি কলকাতার যাদবপুরে। মঙ্গলবার শিলিগুড়ি এসেছিলেন তিনি। বুধবারই অভিনয়ের কাজে সিকিম যাওয়ার কথা ছিল তার।

পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন এই টলি অভিনেত্রী। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলতে পারছে না শিলিগুড়ির পুলিশ। তবে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন পায়েল। পায়েলের এমন রহস্যজনক মৃত্যুর ব্যাপারে তার পরিবারের কেউ এখনো কোনো মন্তব্য করেন নি।

খবরটি জানার পরপর তারা যাদবপুর থেকে দ্রুত শিলিগুড়িতে আসেন। ময়নাতদন্তের জন্য পায়েলের দেহ আজই কলকাতা পাঠানোর ব্যবস্থা করছেন শিলিগুড়ি পুলিশ।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ