২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪২
ভারতীয় ফুটবল দল

শ্রীলংকাকে ২-০ গোলে হারালো ভারত

ক্রীড়া ডেস্ক:
সাফ চ্যাম্পিয়নশিপের গত সাতবারের চ্যাম্পিয়ন ভারত। তবে সাফের এবারের আসরে মূল দল পাঠায়নি তারা। অনূর্ধ্ব-২৩ দল নিয়েই শ্রীলংকার বিপক্ষে সাফের চলতি আসরের প্রথম খেলায় ২-০ গোলে জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।

বুধবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ‘বি’ গ্রুপের প্রথম খেলায় শ্রীলংকার বিপক্ষে মুখোমুখি হয় তারুণ্য নির্ভর দল ভারত।

খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় ভারত। ৩৫ মিনিটে আশিক কোরুনিয়ানের গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ১-০তে এগিয়ে বিরতিতে যায় ভারত।

বিরতি থেকে ফিরে আগের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ভারত। খেলার ৪৭ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিলিয়ানজুয়াল ছংটা।

এর পর আর কোনো গোল না হওয়া ২-০ ব্যবধানে জিতে সাফ মিশন শুরু ভারতের।

গতকাল মঙ্গলবার সাফের ১০ম আসর শুরু হয়। টুর্নামেন্ট শুরুর আগের দিন সোমবার ঢাকায় এসেছে ভারত। ফিফা র‌্যাংকিংয়ে ৯৬ স্থানে থাকা দলটি। বয়সভিত্তিক দল নিয়েই কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনের অধীনে সাফের অষ্টম শিরোপা জিততে চায়।

অন্যদিকে ১৯৯৫ সালে ভারতকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলংকা। ১৯৯৩ সালে সাফের প্রথম আসরে রানার্স আপ হয়েছিল লংকানরা। এরপর সাফের গত সাত আসরে ফাইনালেও খেলতে পারেনি শ্রীলংকা।

ভারতের বিপক্ষে এ পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে শ্রীলংকা। জয় মাত্র তিনটিতে। চারটি ড্র। বাকি নয় ম্যাচ জিতেছে ভারত। ভারতের বিপক্ষে শ্রীলংকার সর্বশেষ জয় ১৯৯৯ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে। ওই আসরে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। সাফের গত দুই আসরে ভারতের কাছে পাত্তাই পায়নি শ্রীলংকা। হেরেছে বড় ব্যবধানে।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৮ ৯:২৪ অপরাহ্ণ