আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের সালিশবুরিতে রাশিয়ার সাবেক গুপ্তচর সেরগেই স্ক্রিপাল ও তার মেয়ে জুলিয়াকে রাসায়নিক বিষ প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় দুই রুশ নাগরিকের নাম প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ। বিবিসি।
এ নিয়ে বুধবার বক্তব্য দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, অভিযুক্ত দুই ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা আলেক্সান্ডার পেট্রভ ও রুসলাম বসিরভ নাম ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করে এবং হত্যা চেষ্টা চালায়। তারা রাশিয়ার সরকারি গোয়েন্দা বলেই মনে হচ্ছে।
যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, তাদেরকে অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে সংস্থাটির হাতে।
সাবেক গুপ্তচর সেরগেই স্ক্রিপাল ও তার মেয়ে জুলিয়া
চলতি বছরের মার্চে সাবেক গুপ্তচর সেরগেই স্ক্রিপাল(৬৬) ও তার মেয়ে জুলিয়াকে(৩৩) ‘নোভিচক’ নামক একটি বিশেষ রাসায়নিক বিষ প্রয়োগ করা হয়। এটি খুব অল্প পরিমাণে ব্যবহার করেই মানুষ হত্যা করা যায়। তবে কিছুদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওঠেন স্ক্রিপাল ও তার মেয়ে জুলিয়া।
এ ঘটনায় বারবার রাশিয়া জড়িত বলে দাবি করেছিল যুক্তরাজ্য। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে।