২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

সরকারি হচ্ছে আরও ৬০ মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে আরও ৬০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হচ্ছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্কুলগুলোর সরকারিকরণের ব্যাপারে তার নীতিগত সিদ্ধান্ত জানান। শিগগিরই এ ৬০টি স্কুলের সরকারিকরণের আদেশ (জিও) জারি হতে পারে।

সরকারি হতে যাওয়া স্কুলগুলো হলো- বরগুনা জেলার তালতলী উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল, পটুয়াখালী উপজেলার কলাপাড়ার খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, দশমিনা উপজেলার দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাউফল উপজেলার বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা উপজেলার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁ জেলার পোরশা উপজেলার নিত্যপুর মডেল উচ্চ বিদ্যালয় ও মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজ, পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজ, আটঘরিয়া উপজেলার আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাঙামাটি উপজেলার বাঘাইছড়ি উপজেলার কাঁচালং মডেল উচ্চ বিদ্যালয়, ভোলা জেলার মনপুরা উপজেলার হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও চরফ্যাশন উপজেলার চরফ্যাশন টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়, নগরকান্দা উপজেলার এম এন একাডেমি ও ভাঙ্গা উপজেলার ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী জেলার পরশুরাম উপজেলার পরশুরাম মডেল পাইলট হাই স্কুল, বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী উপজেলার মুলাদী মাহমুদজানা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উজিরপুর উপজেলার ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও দোহার উপজেলার জয়পাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, রাজনগর উপজেলার শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়, জুড়ী উপজেলার জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ধনবাড়ী নওয়ার ইনস্টিটিউশন, মির্জাপুর উপজেলার মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কালিহাতী উপজেলার কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নাগরপুর উপজেলার যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি জেলার গুঁইমারা উপজেলার গুঁইমারা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বিরল উপজেলার বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা আর কে মডেল উচ্চ বিদ্যালয়, ফুলপুর উপজেলার ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ধোবাউড়া উপজেলার ধোবাউয়া বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুল, বাগেরহাট জেলার কচুড়া উপজেলার সি এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমনিরহাট উপজেলার আদিতমারী গিরিজা শংকর মডেল উচ্চ বিদ্যালয়, রাজশাহী জেলার বাধা উপজেলার আড়ানী মেনামহিনী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান আর আর এ সি মডেল হাই স্কুল, চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌড়চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয় ও পীরগাছা উপজেলার পীরগাছা জে এন মডেল উচ্চ বিদ্যালয়, নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, কবিরহাট উপজেলার কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়, নারায়ণঞ্জ জেলার বন্দর উপজেলার হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ ও আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নরসিংদীর জেলার পলাশ উপজেলার চরসিন্দুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বেলাবো উপজেলার বেলাবো পাইলট মর্ডান মডেল হাই স্কুল, মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাই স্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩৬৩টি হাই স্কুল জাতীয়করণের ব্যাপারে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৮ ১২:৩২ অপরাহ্ণ