১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৪
দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মামা-ভাগিনা নিহত

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মামা ও ভাগিনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

বুধবার সকাল ৬টার দিকে উপজেলার উল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সম্পর্কে মামা-ভাগিনা। নিহতরা পেশায় দই ব্যবসায়ী বলে জানান স্থানীয়রা।

সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকালে দুই মামা ও ভাগিনা মিঠাপুকুর থেকে নিজ বাড়ি উল্লাবাজার এলাকায় যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বাইসাইকেলে থাকা এক স্কুলছাত্রকে মোটসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় ওই সাইকেল আরোহী আহত হন।

এর পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৮ ১২:১৭ অপরাহ্ণ