১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

রাজধানীতে বিএসটিআইয়ের ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিশেষ ভেজালবিরোধী অভিযান চলছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে এই অভিযান শুরু হয়ে এখনো চলছে।

বিএসটিআইয়ের পরিদর্শন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা সকাল থেকে এ অভিযান পরিচালনা করছি। একেকটা এলাকা শেষ হলে অন্য এলাকায় যাচ্ছি আমরা। সবগুলো এলাকায় অভিযান চালানো হবে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৮ ১:৩৯ অপরাহ্ণ