১৫ই জানুয়ারি, ২০২৬ ইং | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

ফের একসঙ্গে জুটি বাঁধছেন শুভ-মিম

বিনোদন ডেস্ক:
মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ চলচ্চিত্রে প্রথমবার জুটি বেঁধেছিলেন জনপ্রিয় নায়ক আরফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। নতুন একটি চলচ্চিত্রের আবারও জুটি হতে যাচ্ছেন তারা। ছবির নাম ‘সাপলুডু’। এটি পরিচালনা করবেন জনপ্রিয় ন্যাটনির্মাতা গোলাম সোহরাব দোদুল।

ছবির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। রোববার এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

এই প্রসঙ্গে গোলাম সোহরাব দোদুল বলেন, প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করতে যাচ্ছি। এক্ষেত্রে ছবির গল্প ও চিত্রনাট্যও শুভ-মিম ছাড়াও অন্যান্য শিল্পী নির্বাচন বেশ কিছু চমক থাকবে।

নির্মাতা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাস থেকে ছবিটির শুটিং শুরু করতে পারবো বলে আশা করছি। ছবির গল্প বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের লোকেশনে এর শুটিং হবে।

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৮ ৬:০৫ অপরাহ্ণ