১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৯

সোমালিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
সোমালিয়ায় একটি সরকারি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় তিন সৈন্যসহ ছয়জন নিহত হয়েছে। রাজধানী মোগাদিসুতে রোববার এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাজধানীর হউলওয়াডাগ জেলায় এ বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণে একটি স্কুল ভবন ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজন শিশুর হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে প্রচণ্ড শব্দ হয়েছে এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৮ ১০:০৬ অপরাহ্ণ