১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

নির্বাচনকালীন সময়ে সংসদ ভেঙে দেয়ার দাবি নিষ্প্রয়োজন: কাদের

নিজস্ব প্রতিবেদক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে। নির্বাচনের আগে আর কোনো অধিবেশন বসবে না। সে সময় নির্বাচনকালীন সরকার দায়িত্বপালন করবে। সংসদ সদস্যদের কোনো কাজ বা ভূমিকা থাকবে না। এ কারণে যারা নির্বাচনকালীন সময়ে সংসদ ভেঙে দেয়ার কথা বলছেন, তাদেরকে বলব এসব নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই।

রোববার রাজধানীর পলাশীতে শুভ জন্মাষ্টমীর র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়া প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, দেশের একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। তাদেরকে বলে দিতে চায়, যতই ষড়যন্ত্র করুন না কেন, জনগণ তা রুখে দেবে।

তিনি বলেন, আওয়ামী লীগের দু’ধরনের শত্রু রয়েছে। এর একটি হচ্ছে প্রকাশ্য শত্রু এবং অন্যটি গোপন শত্রু। আওয়ামী লীগ প্রকাশ্য শত্রুর ব্যাপারে সচেতন রয়েছে। তবে গোপন শত্রুর ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

বিএনপির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এটা আসলে জাতীয় ঐক্য নয়, মূলত-এটা সাম্প্রদায়িক মেরুকরণ। বিএনপির সাম্প্রদায়িক মেরুকরণের ফাঁদে পা না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এই আওয়ামী লীগ নেতা।

তিনি আরও বলেছেন, ওয়ান ইলেভেনের সময় দেশকে বিরাজনীতিকরণের অপচেষ্টা চালানো হয়েছিল। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র এ দেশে সফল হবে না, জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। আর এ কথাও বলে রাখতে চাই, সব ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে রোববার বিকাল ৩টার দিকে রাজধানীর পলাশীর মোড় থেকে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়। সেখান থেকে দোয়েল চত্বর ও বঙ্গবাজার হয়ে সদরঘাট এলাকায় বাহাদুর শাহ পার্কের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৮ ৯:৩০ অপরাহ্ণ