২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৪

‘ধর্ম নিয়ে রাজনীতি করার দিন শেষ’

নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সব সময়ই অসাম্প্রদায়িক। এদেশে ধর্ম নিয়ে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। ধর্মের দোহাই দিয়ে যারা রাজনীতি করে তাদের স্থান এদেশে হবে না। তিনি বলেন, শ্রীকৃৃষ্ণের জন্মদিনে আপনারা তার আদর্শ বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যাবেন।

জন্মাষ্টমী উপলক্ষ্যে রবিবার সকাল ৯টায় ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীমৎ বিজ্ঞান বন্ধু বহ্ম্রচারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।

আলোচনা শেষে শ্রীঅঙ্গণ থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৮ ১২:২৭ অপরাহ্ণ