১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

ফুটবলার বোল্টের অভিষেক

ক্রীড়া ডেস্ক:
ফুটবলার হিসেবে প্রথমবারের মতো মাঠে নামলেন উসাইন বোল্ট। শুক্রবার তার দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে এক প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন সাবেক এই স্প্রিন্টার। তার প্রত্যক্ষ কোনো অবদান ছাড়াই অবশ্য তার দল জিতেছে ৬-১ গোলে।

দলের ৯৫ নম্বর জার্সিধারী বোল্ট জানান, কিছুটা ফিটনেসের ঘাটতি বোধ করছেন বোল্ট। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তা কাটিয়ে উঠতে পারবেন তিনি।

সাবেক জ্যামাইকান স্প্রিন্টারের ভাষায়, ‘আমি কিছুটা নার্ভাস ছিলাম, তবে মাঠে নামার সঙ্গে সঙ্গে তা উবে গিয়েছিল। নিজেকে আরও ধাক্কা দিতে হবে আমাকে এবং আমি মনে করি আমি ভালোই থাকবো। পুরোপুরি ফিট হতে সম্ভবত দুই মাস সময় লাগবে আমার। কিন্তু আগামী চার মাসে আমি তাদের একজন হয়ে যেতে পারবো।’

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৮ ১২:০৭ অপরাহ্ণ