১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

সুলতানা কামালরা জ্ঞানী, না পাপী, না বদমাশ আল্লাহ মালুম: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক:

সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘বাংলাদেশের এক জ্ঞানী মহিলা সুলতানা কামাল। এরা জ্ঞানী, না পাপী, না বদমাশ, আল্লাহ মালুম। তিনি নাকি বলেছেন, হাইকোর্টের সামনে মূর্তি না থাকলে বাংলাদেশে মসজিদ থাকবে না। আরেকজন আছে রফিউর রাব্বি। তিনি বলেছেন, বিসমিল্লাহ সংবিধানের সঙ্গে যুক্ত করা হবে জানলে নাকি মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করতো না।’

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে এতো নাটক, এতো নোংরামি, অনেকে নির্বাচন করার জন্য নাটক করে। তাই এখন এসব নোংরা রাজনীতি আর ভালো লাগে না। আমি এখান থেকে ফিরে যেতে পারব কিনা সেটাই জানি না। তাই বাকি জীবনটা আল্লাহকে রাজি খুশি করতে মানুষের উন্নয়ন করে যেতে চাই। কিন্তু আমি আগামীতে নির্বাচন করবো কি করবো না জানি না। আর রাজনীতি করতে ভালো লাগে না।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চান, দফতর সম্পাদক সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৪, ২০১৭ ৪:৪৬ অপরাহ্ণ