১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

এবার পেটে করে ইয়াবা পাচার!

নিজস্ব প্রতিবেদক:

পলিথিনে মোড়ানো ১১৬টি প্যাকেট। প্রতিটিতে ৫০টি করে ইয়াবাবড়ি। গন্তব্য কক্সবাজার থেকে ঢাকা। পুলিশকে ফাঁকি দিতে এই প্যাকেটগুলো বিশেষ কৌশলে পেটের ভেতরে ঢুকিয়ে নেয় তিনজন। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার, নিউমার্কেট ও সদরঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তারা।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন—কক্সবাজার উখিয়ার আবদুস সালাম, নুর মোহাম্মদ ও শমশের আলী। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি এবং আরেকজনকে আসামি করে সদরঘাট থানায় পৃথক মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, আসামিরা ইয়াবাভর্তি ছোট ছোট প্যাকেটগুলো কলার মধ্য দিয়ে গিলে ফেলেছিলেন। গ্রেপ্তারের পর বিশেষ ব্যবস্থায় পেট থেকে একে একে ১১৬টি পলিথিন মোড়ানো প্যাকেট বের করা হয়। তিনজনের কাছ থেকে ৫ হাজার ৮০০ ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। ঢাকায় গিয়ে এগুলো বের করে বিক্রির কথা ছিল বলে তারা স্বীকার করেছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৪, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ