১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

ফল আর ফেনসিডিল নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি!

অপরাধ ডেস্ক:
নড়াইলে ফেনসিডিল পাচারের সময় ইয়াকুব মোল্লা ওরফে বাবুল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বাবুল নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী গ্রামের দাউদ মোল্লার ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী মিনা বাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। এর আগেও তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন।

নড়াইল ডিবি পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, নড়াইল-যশোর সড়কে সীতারামপুর ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল থামানো হয়। এ সময় মোটরসাইকেল চালক বাবুল জানান তিনি ফলমূল নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন। পরে মোটরসাইকেলে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় বাবুল পালিয়ে যাবার চেষ্টা করেন।

তিনি বলেন, তখন পুলিশ দৌড়ে গিয়ে বাবুলকে আটক করে। মোটরসাইকেলে থাকা একটি ব্যাগে আপেল ও বেদানা এবং অপর একটি ব্যাগ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আটক বাবুল জানায়, বসুন্দিয়া মোড় থেকে ফেনসিডিল নিয়ে লোহাগড়ায় যাচ্ছিলেন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান বলে দাবি করেন।

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৮ ৭:৫৪ অপরাহ্ণ