বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার দুপুর ২টায়।
এর আগে গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া ৩১ জুলাই বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি বিবেচনায় নিয়ে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময়সীমা বাড়িয়ে ২৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত বর্ধিত করা হয়। সে হিসেবে আজ দুপুর ২টার পরই অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদনের সময় শেষ হয়ে যাবে। এ সময়ের পরে অনলাইনের মাধ্যমে আর কেউ ভর্তির আবেদন করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয়টির স্নাতক সম্মান শ্রেণিতে এবার ক-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ১২ অক্টোবর, চ-ইউনিটের (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের (অংকন) ২২ সেপ্টেম্বর।