১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯
মির্জা ফখরুল (ফাইল ছবি)

‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে ভয়াবহ যে বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছিলাম, তখন যেভাবে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র বিপর্যস্ত হয়েছিল সেই সময়ে এই মহান নেতার নেতৃত্ব আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার যে হীন নীলনকশা ছিল যাতে মানুষের স্বপ্নও যে দূরীভূত হয়েছিল, সেই মানুষগুলোর মধ্যে নতুন করে স্বপ্ন দেখার, নতুন বাংলাদেশ নির্মাণ করার স্বপ্ন দেখালেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
‘যেখানে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাই ধ্বংস করে দেওয়া হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেখানে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং ভিন্ন মত-পথকে গুরুত্ব দিয়ে তিনি বাংলাদেশে মুক্ত চিন্তার প্রসার ঘটালেন’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘যে গণমাধ্যমকে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাকশাল করে পুরোপুরিভাবে কণ্ঠরোধ করে দিয়েছিল, সেই গণমাধ্যমকে তিনি (জিয়াউর রহমান) মুক্ত করে দিলেন।’

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৮ ১:৩৬ অপরাহ্ণ