নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামলীর প্রধান সড়কে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে মিছিলটি বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বিএনপি-যুবদল ও ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী অংশ নেন। ১৫-২০ মিনিট স্থায়ী মিছিলে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ বলে স্লোগান দেন তাঁরা।
রিজভী জানান, দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে এই মিছিল করা হয়েছে। মিছিলে তিনি নিজেই নেতৃত্ব দেন। তিনি বলেন, স্থানীয় বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন। ১৫-২০ মিনিটের ওই ঝটিকা মিছিলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।
এ প্রসঙ্গে রিজভী বলেন, দলের চেয়ারপারসন এখন কারাগারে। ফলে এসব মিছিলের কোনও কর্মসূচি লাগে না। তিনি বলেন, অবৈধ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাগারে বন্দি করে রেখেছে খালেদা জিয়াকে। তাঁর মুক্তির দাবিতে যে কেউ, যে কোনো স্থানে, যে কোনো সময় মিছিল করতে পারে।