১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

প্রস্তুত জাতীয় ঈদগাহ

নিজস্ব সংবাদদাতা:
এক লাখ মুসল্লির একসঙ্গে নামাজ আদায় করার জন্য প্রস্তুত করা হয়েছে রাজধানীর প্রধান ঈদ জামাতস্থল জাতীয় ঈদগাহ। মুসল্লিরা যাতে সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য নেওয়া হয়েছে প্রস্তুতি। সাধারণ বৃষ্টিপাতে যাতে ঈদ জামাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ওপরে দেওয়া হয়েছে মোটা ত্রিপল। এর নিচে থাকবে শামিয়ানা। পানি নিষ্কাশনের জন্য খনন করা হয়েছে ড্রেন। রাষ্ট্রপতির পাশে প্রধান বিচারপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ বিশিষ্টজন নামাজ আদায় করবেন। গণপূর্ত, বিদ্যুৎ, ওয়াসা, সিটি করপোরেশনসহ সংশ্নিষ্ট সেবা সংস্থার লোকজন সর্বক্ষণ তৎপর থাকবেন। থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে। এ ছাড়া ঈদগাহে বজ্র প্রতিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। পাঁচ হাজার নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। থাকবে মেডিকেল টিম। আগামী বুধবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূল না থাকলে সে ক্ষেত্রে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৮ ১১:১৬ অপরাহ্ণ