১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২০

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ওই কৃষক মাঠে ধানের চারা লাগাচ্ছিলেন।

বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম আমিনুল ইসলাম খান (৩৫)। তিনি খেজুরবাড়িয়া গ্রামের নুরুল হক খানের ছেলে। আমিনুল অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ধানসাগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ডালিম মাঝি বলেন, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই আমিনুল বর্গা নেওয়া জমিতে ধানের চারা লাগাচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে আশপাশে থাকা অন্য কৃষকেরা মাঠের মধ্যে পড়ে থাকা আমিনুলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বলেন, সকাল সোয়া নয়টার দিকে মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৮ ৫:৫৭ অপরাহ্ণ