ক্রীড়া ডেস্ক:
এশিয়ান গেমসে সাঁতার ও শুটিংয়ে বাছাইপর্বে নিরাশ করেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। কাবাডিতেও হেরেছেন মেয়েরা।
রোববার ছিল জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসের প্রথম দিন। জেবিকে অ্যাকুয়াটিক সেন্টারে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে ১ মিনিট ২৭ দশমিক ২০ সেকেন্ড সময় নেন খাদিজা আক্তার। দ্বিতীয় হিটে সাতজনের মধ্যে হন সর্বশেষ। সব মিলিয়ে ২৬ প্রতিযোগীর মধ্যে ২৪তম হয়ে ছিটকে পড়েন তিনি।
জেএসসি শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলীয় ইভেন্টে হতাশ করেছেন সৈয়দা আতকিয়া হাসান ও অর্ণব সারার জুটি। কোয়ালিফিকেশন রাউন্ডে দুজন মোট ৮১৪ দশমিক ৯ স্কোর গড়েন। বাংলাদেশ ২২ দলের মধ্যে হয় ১৩তম। পদকের লড়াইয়ে ওঠা পাঁচ দেশের মধ্যে সর্বনিম্ন স্কোর চাইনিজ তাইপের ৮২৯ দশমিক ৮।
১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলীয় ইভেন্টেও কোয়ালিফিকেশন রাউন্ডের বৈতরণী অতিক্রম করতে পারেনি বাংলাদেশ। আরদিনা ফেরদৌস ও নূর হাসান আলিফ মিলে স্কোর গড়েন ৭৩৪। ফলে ২১ দলের মধ্যে ১৯তম হয় বাংলাদেশ। পদকের লড়াইয়ে ওঠা পাঁচ দলের মধ্যে সর্বনিম্ন স্কোর কাজাখস্তানের ৭৫৯।
কাবাডিতে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৪৩-২৮ ব্যবধানে হেরে গেছেন শাহনাজ-রুপালিরা।