১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

অনলাইনে ঢাবিতে ভর্তি আবেদনের সময় বেড়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময় বাড়ানো হয়েছে। আগামী ২৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এই সময়সীমা ছিল ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি বিবেচনায় নিয়ে আবেদনের এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া গত ৩১ জুলাই শুরু হয়।

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৮ ৪:১০ অপরাহ্ণ