ধর্ম ডেস্ক:
অাগামী ২২ অাগস্ট (বুধবার) সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যদি অাবহাওয়া প্রতিকূল হয় তাহলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ অাগস্ট) দুপুরে ঈদুল অাজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসি’র অন্যান্য কর্মকর্তা।
মেয়র বলেন, অাগামী ১৯ অাগস্ট (রোববার) সব প্রস্তুতি সম্পন্ন করে ২০ অাগস্ট (সোমবার) জাতীয় ঈদগাহের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ সব ভিআইপিদের জন্য থাকছে বসার পৃথক স্থান।
এছাড়া হাল্কা বৃষ্টিসহ অন্যান্য প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় রয়েছে সার্বিক প্রস্তুতি। তাছাড়া বজ্রপাত প্রতিরোধে রয়েছে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র সাঈদ খোকন।