২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৩৭

চীনে পাঁচ মাত্রার ভূমিকম্পে আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। সোমবার সকালে ৫ মাত্রার ভূমিকম্পের পরপর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার অভিযানে চলছে। এখন পর্যন্ত ৫ জন আহত হয়েছে বলে বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

চায়না ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৭ কিলোমিটার গভীরে ২৪.১৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ থেকে ১০২. ৭১ পূর্ব দ্রাঘিমাংশে।

উইজি নগরীর তোংহাই কাউন্টির সিজিতে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।
কাউন্টিটিতে এখন পর্যন্ত ভূমিকম্পে ১৮টি বাড়িঘরের ক্ষতি হয়েছে বা ধসে গেছে। প্রাকৃতিক এই দুর্যোগে এখানকার বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থার আংশিক ক্ষতি হয়েছে।

প্রাদেশিক ভূমিকম্প প্রশাসন বলেছে, জরুরি উদ্ধার অভিযান শুরু হয়েছে। কর্মীদের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে এবং দুর্যোগ পরবর্তী অভিযানের প্রস্তুতি নেয়া হচ্ছে। বাসস।

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৮ ১:৫৫ অপরাহ্ণ