নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রমনা পার্কের লেকে পানিতে ডুবে আদনান (১৫) ও মাহফুজ (১৫) নামের দুই স্কুলছাত্র মারা গেছে। আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু রাজধানীর ইউলস নিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। আদনান ও আরিফের বাসা রাজধানীর মগবাজার গুলবাগ এলাকায়।
আদনান ও মাহফুজের সহপাঠী আরিফ হোসেন জানায়, আজ তারা তিন বন্ধু স্কুলে না গিয়ে রমনা পার্কে যায়। সেখানে খেলাধুলা করতে গিয়ে কাপড় ময়লা হয়। পরে তারা গোসলের জন্য লেকের পানিতে নামে।
আরিফের ভাষ্যমতে, ‘আমাদের মধ্যে মাহফুজ শুধু সাঁতার জানত। তিনজন পানিতে নামলেও আমি বেশি গভীরে যাইনি। তখন মাহফুজ বলে, “আদনান আমার পেছনে ধর, আমি ওই পাড়ে নিয়ে যাই।” পরে আদনান তার পেছনে ধরে এবং মাহফুজ সাঁতার দিয়ে যাওয়ার সময় লেকের মধ্যস্থানে পানিতে দুজনই তলিয়ে যায়। পরে আমি চিৎকার করলে পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, বিকেলে রমনা লেক থেকে মুমূর্ষু অবস্থায় ওই দুই ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।