১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২
'নার্ভাস ব্রেক ডাউন' নাটকের একটি দৃশ্যে জাহিদ হাসান ও উর্মিলা

বাসর ঘর থেকে স্বামী উধাও

বিনোদন ডেস্ক:

জমিদার বংশের একমাত্র উত্তরসূরী হাসনাত। কঠিন নিয়ম কানুন আর অনুশাসনের মধ্যে বড় হয়েছে সে। বাবার আদেশ অনুযায়ী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পরীক্ষায় প্রথম হয়েছে। বাবার ভয়ে সবসময় তটস্থ থাকে সে। গ্রাম ছেড়ে ঢাকায় চাকরি করেন হাসনাত।

একদিন বাবার মৃত্যু খবরে ঢাকা থেকে দ্রুত গ্রামে চলে আসে হাসনাত। মৃত বাবাকে ধরে কান্নাকাটির সময় বাবা উঠে বসেন বাবা। ছেলেকে বাড়িতে আনার কৌশল ছিল এটি। বাবা উঠেই ঘোষণা করেন, অনেক ছাড় দেয়া হয়েছে, আর না। পাশের গ্রামে আজ রাতেই মেয়ে দেখা হবে। পছন্দ হলে রাতেই বিয়ে। বাবার এমন ঘোষণার পর সে রাতেই পালিয়ে যায় হাসনাত। কিন্তু পালিয়েও নিস্তার পাননা।

ধরে এনে তাকে ঠিকই বিয়ে দেয়া হয়। বাসর ঘর থেকেও পরে বউকে রেখে পালিয়ে যান হাসনাত। এরপর কী ঘটে? জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত।

এটিএন বাংলার ঈদ আয়োজনে প্রচার হবে নাটকটি। নাম ‌’নার্ভাস ব্রেক ডাউন’। এতে পালিয়ে যাওয়া বর তথা হাসনাতের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তার স্ত্রীর চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর। কমেডি নির্ভর নাটকটি শৌর্য দীপ্ত সূর্যের রচনায় জাহিদ হাসান নিজেই পরিচালনা করেছেন।

এতে আরো অভিনয় করেছেন আলীরাজ, রাশেদা চৌধুরী, নুর ই আলম নয়ন প্রমুখ। ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

প্রকাশ :আগস্ট ১২, ২০১৮ ১১:৩৫ পূর্বাহ্ণ