১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৫

মাটি খুঁড়তেই এক দানবীয় পা!

রকমারি ডেস্ক:
দক্ষিণ ব্রাজিলের সান্তা কান্তারিনা প্রদেশের মেলেইরো শহরে এই ঘটনা ঘটেছে। সবার চোখের আড়ালে মাটির নীচেই বেড়ে উঠেছিল এই ‘দানবীয় পা’। মাটি থেকে সেটাকে তোলার পর হতবাক হয়ে গেল কৃষক দম্পতি! রীতিমতো মানুষের পা! পাঁচটি আঙুলও আছে এতে!

জানা যায়, মারলি এবং পাউলো চিকুইনেল নামের এই কৃষক দম্পতি তাঁদের আলু ক্ষেত থেকেই উদ্ধার করেছেন ৮ কেজি ওজনের এই ‘পা’। এটি কোনো অজানা প্রাণীর জীবাশ্ম নয়, এই ‘পা’ আসলে একটি অস্বাভাবিক আলু। পাঁচটি আঙুল, পায়ের পাতা, এবং গোড়ালি সমেত পুরোপুরি একটি মানুষের পা। তার গায়ে শিকড় এমনভাবে ছড়িয়ে রয়েছে সেগুলোকে মানুষের পায়ের লোমের মতোই লাগছে!

প্রকাশ :আগস্ট ১২, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ