জেলা সংবাদদাতা:
সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক। আজ শনিবার স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে পাওয়া ফলে আরিফুলকে বিজয়ী ঘোষণা করা হয়।
সিলেট সিটির ১৩৪ কেন্দ্রের মধ্যে আরিফুল পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। অপর দিকে তীব্র লড়াই শেষে নৌকা প্রতীক নিয়ে মাঠে নামা নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৬ হাজার ২২১।
১৩৪টির মধ্যে স্থগিত হওয়া ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ।
গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ২২১ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৩১২টি। সেখানে আরিফুল পেয়েছেন ১ হাজার ৪৯ ভোট। আর কামরান পেয়েছেন ১৭৩ ভোট। হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফ পেয়েছেন ১ হাজার ৫৩ ভোট। অপরদিকে কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।