১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫

প্রস্তাবিত ‘মেডিয়েশন অ্যাক্ট’ যাচ্ছে আইন কমিশনে

আদালত প্রতিবেদক:
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) কার্যনির্বাহী কমিটির সভায় ‘মেডিয়েশন অ্যাক্ট-২০১৮’ প্রস্তাবিত আইন বিবেচনার জন্য আইন কমিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিমসের দেশব্যাপী প্রজেক্ট গ্রহণের সিদ্ধান্ত হয়।

প্রজেক্টের আওয়তায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ মেডিয়েটর নিয়োগ করা হবে। যারা দেশের বিভিন্ন স্থানে জনগণকে মামলা-মোকাদ্দমা থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করবেন। জনগণকে মামলায় জড়ানোর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন এবং স্থানীয় সম্প্রীতি বজায় রেখে চলতে সহযোগিতা করবেন।

শনিবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনে বিমসের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে সভায় সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট হরিদাস, ট্রেজারার অ্যাডভোকেট মো. হুমায়ন কবির শিকদার, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আফসানা বেগম, অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, অ্যাডভোকেট হাবিবুর রহমান ও ড. সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রকাশ :আগস্ট ১১, ২০১৮ ৪:৪১ অপরাহ্ণ