১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭
সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও অভিনেত্রী তানজিকা আমিন

পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মে আসিফ আকবর!

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ মিউজিক্যাল ফিল্মে অভিনয় করছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ছবির নাম ‘গহীনের গান।’ ছবিতে আসিফ আকবরের সঙ্গে অভিনয় করছেন তানজিকা আমিন।

আসিফ আকবরের নয়টি গান নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এতে তরুন মুন্সী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ।

ছবি পরিচালনায় রয়েছেন সাদাত হোসাইন। চলতি মাসের প্রথম সপ্তাহে আশুলিয়ায় ছবিটির প্রথম পর্বের শুটিং হয়েছে।

ছবির পূর্ণাঙ্গ শিল্পী তালিকা এখনো প্রকাশ করা হয়নি। পরিচালক সাদাত হোসাইন জানান, ‘ঈদুল আযহার পর ছবিটির সঙ্গে একজন চিত্রনায়িকা যুক্ত হলে এর পূর্ণাঙ্গ শিল্পী তালিকা প্রকাশ করা হবে।’

ছবিতে অভিনয় প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে। আমি সেটিতে অভিনয় করছি। এ কারণে নিজেকে ধন্য মনে করছি।’

তিনি আরও জানান, ‘দর্শককে নতুন কিছু উপহার দিতে আমরা পুরো ইউনিট খুব পরিশ্রম করছি। আশা করছি দর্শকরা এ ছবিকে অন্য এক আসিফকে আপনারা খুঁজে পাবেন ।’

আসিফের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, আসিফ আকবরের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি তিনি খুব কো-অপারেটিভ। তিনি যে নায়কও এর প্রমাণ দর্শকরা এবার পাবেন।’

প্রকাশ :আগস্ট ১১, ২০১৮ ৪:১৮ অপরাহ্ণ