২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৪

ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক:

আজ বৃহস্পতিবার আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। এই ভূমিকম্প আঘাত হেনেছে লম্বোক দ্বীপে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। এর আগে, রবিবার রাতে লম্বোক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।এদিকে, রবিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতত্ত্ব সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভূমিকম্পের আঘাতে বহু ভবন ধসে পড়েছে। আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র জানান, বৃহস্পতিবার ভূমিকম্পের পর লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বাড়িঘর থেকে পালিয়ে যাচ্ছেন তারা।

তিনি বলেন, এই ভূকম্পনের কারণে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে নতুন করে ট্রমা দেখা দিতে পারে।

প্রকাশ :আগস্ট ৯, ২০১৮ ৪:৪১ অপরাহ্ণ