নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে অন্তত ১২ এলাকায় বাসাবাড়ি, অফিস, রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য এ দিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না।
তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ফার্মগেটের ইন্দিরা রোড, রাজাবাজার, বউবাজার রোড, গার্ডেন রোড, ধানমন্ডির শুক্রাবাদ, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রীট, ক্রিসেন্ট রোড, সেন্ট্রাল রোড, ল্যাবরেটরী রোড, কলাবাগান, ডলফিন গলি, বশিরউদ্দিন রোড ও আশেপাশের এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

