১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

শ্রীলংকাকে ৯৬ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:

হাশিম আমলার সেঞ্চুরিতে(১০৩) বড় স্কোর আর ইমরান তাহিরের ঘুর্নিতে লংকান ব্যাটিং লাইনে ধস- দুইয়ে মিলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ শনিবার শ্রীলংকাকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ফেবারিট দক্ষিণ আফ্রিকা। কাগজে কলমে দুই দলের বর্তমানে যোজন যোজন দূরত্ব। একদিকে পরিবর্তনের মধ্য দিয়ে চলা শ্রীলংকা, অন্যদিকে আইসিসি র‌্যাংকিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। মাঠের খেলাতেও ছিলো পার্থ্যক্যের ছাপ। প্রোটিয়াদের দেয়া ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৩ রানে অলআউট হয়েছে লংকানরা। একমাত্র হাফ সেঞ্চুরিটি এসেছে ভারপ্রাপ্ত অধিনায়ক উপুল থারাঙ্গার(৫৭) ব্যাট থেকে। প্রোটিয়াদের পক্ষে পাকিস্তানি বংশোদ্ভুত লেগ স্পিনার ইমরান তাহির ৪ উইকেট নিয়েছেন ২৭ রান খরচায়।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুন ৪, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ