১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধন ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

মানববন্ধনে ইবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ এবং ছবি আছে। এই ভিডিও ফুটেজ এবং ছবি দেখে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। নতুবা দেশকে সঠিক পথ দেখানোর মধ্যম ‘গণমাধ্যম’ অকার্যকর হয়ে পড়বে।

বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিশ্বের কোথাও যুদ্ধের ময়দানেও কোন সাংবাদিকের উপর হামলা করা হয় না। কিন্তু আজ বাংলাদেশে সাংবাদিকরা বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন। দায়িত্ব পালনকালে সাংবাদিক পরিচয় দেয়ার পরও তাদের উপর হামলা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান শুভ্রর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহ-সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক আসিফ খান, দপ্তর সম্পাদক শাহাদাত তিমির, ইবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মাহফুজ মিশুসহ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা।

এ সময় তাঁরা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ আইন প্রনয়ন করতে সরকারের প্রতি দাবি জানান।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ৫:৫২ অপরাহ্ণ