চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল আলম (২৬) শাটল ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন। আজ সকাল ৮টার দিকে নগরের ষোলশহর রেল স্টেশনে দ্বিতীয় শাটল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। রবিউল কক্সবাজার জেলার টেকনাফের হুয়াইরাং এলাকার মো. হোসেনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ষোলশহর স্টেশন ছাড়ার সময় রবিউল দৌঁড়ে উঠতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে যান। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

