১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করেছে: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, সরকার অনেক উন্নয়ন করেছে। এর মধ্যে শোকের মাসে দেশের ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ করে নির্বাচন কমিশন উন্নয়নের ধারা আরো এক ধাপ এগিয়ে নিয়েছে।

বুধবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সে এ কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বক্তব্য রাখেন।

কনফারেন্সে জেলা পরিষদের চেয়ারম্যান, ৮ উপজেলা থেকে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা, গণমাধ্যমের প্রতিনিধিসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ৩:৩৫ অপরাহ্ণ