১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৪

নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার বানিবহে নিজ বসতঘরে আদুরী বেগম (২৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

আদুরী বেগম ওই ইউনিয়নের আর্দাপুনীয়া গ্রামের রডমিস্ত্রী মিজানুর রহমান মৃধার স্ত্রী।

নিহতের শ্বশুর করিম মৃধা জানান, মধ্যরাতে তিনি প্রকৃতির ডাকে বাইরে বের হন। এ সময় নাতীর কান্নার শব্দ শুনে আদুরীর ঘরে যান। ঘরে গিয়ে দেখেন আদুরী গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পড়ে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান।

তিনি আরো জানান, তার ছেলে বহুদিন ধরে কাজের জন্য কক্সবাজারে থাকেন। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি তিনি জানেন না।

রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ২:৩২ অপরাহ্ণ