১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশ করে বিএনপি: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

যারা আন্দোলনে ব্যর্থ হয়, তারা নালিশই করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, জনগণের কাছে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি, যা দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। বিএনপি নালিশটা দেশের লোকের কাছে করে না। বিদেশিদের কাছে করে। আন্দোলনে কোন সাড়া না পেয়ে তারা সব সময় বিদেশিদের কাছে ধরনা দেয় বিএনপি। এটা নতুন কিছু নয়, বিদেশিদের কাছে নালিশ দেওয়া তাদের পুরানো অভ্যাস।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা হত্যাকারীদের নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে তিনিও শাহাদাত্বরণ করেন। শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মাত্র ৩ বছর বয়সে পিতা ও ৫ বছর বয়সে মাতাকে হারান। তার ডাক নাম ছিল রেণু।

পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম। দাদা শেখ কাসেম চাচাতো ভাই শেখ লুৎফর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেগম ফজিলাতুন্নেছার বিবাহ দেন। তখন থেকে বেগম ফজিলাতুন্নেছাকে শাশুড়ি বঙ্গবন্ধুর মাতা সাহেরা খাতুন নিজের সন্তানদের সঙ্গে মাতৃস্নেহে লালন-পালন করেন। গোপালগঞ্জ মিশন স্কুলে তিনি প্রাথমিক লেখাপড়া করেন। অতঃপর সামাজিক রীতি-নীতির কারণে গ্রামে গৃহশিক্ষকের কাছে লেখাপড়া করেন।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ১:১৬ অপরাহ্ণ