১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

ট্রেনে কাটা পড়ে চবি শিক্ষার্থীর দু’পা বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-গামী চলন্ত ট্রেনের সামনে প্লাটফর্মে উঠার সময় কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়েছে এক শিক্ষার্থীর। আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

বুধবার সকাল ৮.২০ মিনিটে নগরীর ষোলশহর স্টেশনে এ ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে দু’পা বিচ্ছিন্ন শিক্ষার্থীর নাম রবিউল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। আহত মারুফা আক্তার ইতিহাস ১ম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় মোবাইলে কথা বলছিল রবিউল। ওই সময় বিশ্ববিদ্যালয়গামী সকাল ৮.২০ শাটল ট্রেনটি স্টেশনে পৌঁছায়। রবিউলের সাথে আরেকজন মেয়ে রাস্তা পার হচ্ছিল। মেয়েটি ধাক্কা লেগে পড়ে গেলেও রবিউলের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শিক্ষার্থীরা। বর্তমানে তিনি চমেক হাসপাতালের ২৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

ষোলশহর স্টেশনের রেলওয়ের পুলিশ ইনচার্জ জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিষয়টি জানতে পেরেছি। এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ১১:৩০ পূর্বাহ্ণ