১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

আবারও ফ্যাটম্যান মোশাররফ করিম

বিনোদন ডেস্ক:
গেল ঈদে মোশাররফ করিম তার অভিনীত ‘ফ্যাটম্যান’ নাটকটি আলোচনায় আসে। বিশাল দেহের অধিকারি মোশাররফকে দেখে চমকে গিয়েছিলেন দর্শক। একজন মোটা মানুষের কষ্টের গল্প দর্শকের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছিল। এবার আসছে নাটকটির সিকুয়্যাল।

নাটকটির প্রথম কিস্তির শুটিং হয়েছিল কক্সবাজারে। নতুুন সিক্যুয়্যালের শুটিং শুরু হয়েছে ঢাকায়। নাটকটির পরিচালনা করছেন সাগর জাহান। এবার মোশাররফ করিমকে দেখা যাবে ঢাকার রাস্তায়। নাটকের এটি দৃশ্যে দেখা যাবে পরনে লাল শার্ট, চোখে চশমা আর কাধে ব্যাগ নিয়ে সিএনজির সামনের অংশে পা তুলে বসে আছেন মোশাররফ। সিএনজির দরজা দিয়ে এই দেহ নিয়ে ভেতরে প্রবেশ করনে না পারায় এই ব্যবস্থা নেওয়া হয়।

নির্মাতা সাগর জাহান বলেন, ‘‘ ঈদুল ফিতরে প্রচারিত ‘ফ্যাটম্যান’ ধারাবাহিকের সিক্যুয়াল ‘ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক’ নির্মাণ হচ্ছে। এবারের পর্বে মোশাররফ করিম কক্সবাজার থেকে ঢাকায় সাবিলা নূরকে খুঁজতে যায়। একসময় সে খুঁজেও পায়। তারপর কি হয়েছে তা জানতে পুরো নাটকটি দেখতে হবে।”

মোশাররফ করিম, সাবিলা নূরসহ প্রথম কিস্তির প্রায় সব অভিনয়শিল্পী অভিনয় করছেন দ্বিতীয় কিস্তিতে। নাটকটির একদিনের দৃশ্যধারণ শেষ হয়েছে। ‘ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক’ প্রচারিত হবে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠামালায়।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ