নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। কোমলমতি শিক্ষার্থীরা আমাদের চোখ খুলে দিয়েছে। তাদের আন্দোলন আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এখন দায়িত্বটা সব রাজনৈতিক দলের। আমরা সেই ডাকে সাড়া দিয়ে জাতীয় প্রয়োজনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেই দায়িত্ব পালন করব।’
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জামিন সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে আজ সোমবার দুপুরে হাইকোর্টে যান মির্জা ফখরুল। পরে সেখান থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
সেখানে তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের কার্যালয়ে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে জামিন সংক্রান্ত আইনি বিষয়ে পরামর্শ নেন ফখরুল।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার ঢাকা সিএমএম আদালতে এ মামলা দায়ের করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাকে খুব একটা কিছু মনে করি না। আমার বিরুদ্ধে এ পর্যন্ত ৮৬টি মামলা হয়েছে। আমাদের বেশিরভাগ নেতাদের বিরুদ্ধে ১০০-২০০ মামলা আছে। এটি আমাদের কাছে কোনো সমস্যা না।