৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৫৩

সাতক্ষীরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৬৪

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার পাঁচ আসামী ও বিএনপি-জামায়াতের আট নেতা কর্মীসহ ৬৪ জনকে আটক করা হয়েছে।

রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৩১ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ১৪ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ১৪ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

প্রকাশ :আগস্ট ৬, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ