১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

ফেসবুকে গুজব!

বিশেষ প্রতিবেদক:
নিরাপদ সড়কের দাবিতে টানা সাত দিন ধরে সড়কে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শনিবারও ঢাকাসহ সারাদেশে রাজপথ দখল করে বিক্ষোভ করে তারা। এদিকে, এই আন্দোলনকে ঘিরে নানা ধরনের গুজবও উঠছে। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। এরই মধ্যে অভিনেত্রী নওশাবার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, ঝিগাতলায় দুইজনকে মেরে ফেলা হয়েছে।

কিন্তু এই রিপোর্ট (সন্ধ্যা ৬টা) লেখা পর্যন্ত এ খবরের কোনো সতত্য পাওয়া যায়নি। এমনকি এই বিষয়ে বেশ কয়েকবার নওশাবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে নওশাবা বলেন, ‘আমি কাজী নওশাবা আহমেদ, আপনাদের জানাতে চাই। একটু আগে ঝিগাতলায় আমাদেরই ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুইজনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই একসাথে হোন প্লিজ। ওদেরকে প্রোটেকশন দেন, বাচ্চাগুলো আনসেভ অবস্থায় আছে, প্লিজ। আপনারা রাস্তায় নামেন, প্লিজ রাস্তায় নামেন, প্লিজ রাস্তায় নামেন এবং ওদেরকে প্রোটেকশন দেন।’

‘সরকার প্রোটেকশন দিতে না পারলে আপনারা মা-বাবা, ভাই-বোন হয়ে বাচ্চাগুলোকে প্রোটেকশন দেন, এটা আমার রিক্যুয়েস্ট। এদেশের মানুষ-নাগরিক হিসেবে আপনাদের কাছে রিক্যুয়েস্ট করছি যে, ঝিগাতলায় একটি স্কুলে একটি ছাত্রের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুইজনকে মেরে ফেলা হয়েছে এবং ওদের অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ ওদের বাঁচান প্লিজ। তারা ঝিগাতলায় আছে।’

প্রকাশ :আগস্ট ৪, ২০১৮ ৬:৪৭ অপরাহ্ণ