৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৫

বিদেশির গাড়িও আটকে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘শনিবার দুপুরে দ্রুতগতিতে গাড়িটি শাহবাগ পার হওয়ার সময় আন্দোলনকারীরা থামানোর সংকেত দেয়। তারা লাইসেন্স দেখতে চায়। কিন্তু চালক না থামিয়ে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা গাড়িটি আটক করে।’

তিনি আরও বলেন, ‘গাড়িতে থাকা দুজনই সুইডিশ নাগরিক। গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না।’

সপ্তম দিনের মতো আজ শনিবার রাস্তায় নেমে শিক্ষার্থীরা গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছে, চালকের লাইসেন্স আছে কি-না দেখছে। জিগাতলা, ধানমন্ডি, মিরপুর, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, এলিফ্যান্ড রোড, মতিঝিল, পান্থপথ, সাইন্সল্যাব, নিউ মার্কেট, শাহবাগ, ফার্মগেট, শ্যামলী ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। লাইসেন্স যাচাইয়ের পাশাপাশি সড়কের লেন মেনে গাড়ি চালানোর বিষয়েও নির্দেশনা দিচ্ছে শিক্ষার্থীরা।

প্রকাশ :আগস্ট ৪, ২০১৮ ৫:২০ অপরাহ্ণ