২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

বান্দরবানে সাবেক পাড়াপ্রধান ও ছেলে নিহত, অপর ছেলে আহত

বান্দরবান সংবাদদাতা:

বান্দরবানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক পাড়াপ্রধান ও তার ছেলে নিহত ও অপর এক ছেলে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের উজানী পাড়া এলাকায়।

ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ সেখানে গেছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাটি রুমা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায়।

নিহতরা হলো উজানী পাড়ার সাবেক পাড়াপ্রধান (কার্বারী) ক্যঅং প্রু মারমা (৬৫), তার ছেলে মংএ চিং মারমা (৩২)। এ সময় গুলিতে আহত হয় ছোট ছেলে মংপ্রু হা মারমা (২৩)।

দুর্বৃত্তরা রাতে পাড়াপ্রধানের বাসা ঘেরাও করে গুলি ও ছুরিকাঘাত করে তাদের হত্যা করে।

পুলিশ ধারণা করছে পাড়ার বর্তমান কার্বারী মংরে অং মারমার সাথে আধিপত্য ও দ্বন্দের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে ঘটনার পর পাড়া প্রধান মংরে অং পলাতক রয়েছে। ওই পাড়ায় আতঙ্ক বিরাজ করছে।

পাইন্দু ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, রাত ১০টার দিকে একদল লোক সাবেক কার্বারী ক্যঅং প্রুর বাসায় হানা দিয়ে তাকে গুলি করে হত্যা করে। পরে তারা তার ছেলে মংএ চিংকে ধরে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। অপর ছেলে মংপ্রু হা মারমার পায়ে গুলি করে দুর্বৃত্তরা। সকালে পাড়ার লোকজন জনপ্রতিনিধিদের খবরটি জানায়। সকালে রুমা থানা থেকে পুলিশ লাশ উদ্ধারে ওই পাড়ায় গেছে।

স্থানীয়রা জানান, পাড়াপ্রধান ক্যঅং প্রুর লাশ বাসায় পাওয়া গেলেও তার ছেলে মংএ চিংয়ের লাশ পাড়ার পাশে একটি ঝর্ণার কাছ থেকে উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল হক জানান, পাড়ার নতুন কার্বারী মংরে অং মারমার সাথে ক্যঅং প্রুর দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার পাশ্ববর্তী একটি জুমে কিটনাষক ছিটানো নিয়ে ক্যঅং প্রুর সাথে মংরে অংয়ের মধ্যে ঝগড়া হয়।

স্থানীয়রা জানান, গত বছর ঐ পাড়ায় এক স্কুল শিক্ষকে হত্যার জের ধরে সাবেক পাড়াপ্রধান ক্যঅং প্রু বর্তমান পাড়াপ্রধান মংরে অংয়ের বিরুদ্ধে মামলা করে। এতে মংরে অংকে পুলিশ গ্রেফতার করে। কদিন আগে মংরে অং জামিনে বের হয়ে সাবেক পাড়াপ্রধানকে দেখে নেয়ার হুমকি দেয়। এ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।

প্রকাশ :আগস্ট ৪, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ